ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিটি স্টেশনে থাকা সব কর্মীদের কয়েকটি ইউনিটে বিভক্ত করা হয়। এটা মূলত করা হয় যেন এক সাথে একাধিক জায়গায় আগুন লাগলে একেক ইউনিট একেক স্থানে নিয়ে অগ্নিনির্বাপণ করতে পারে।
একটি ইউনিটে সাধারণত ১২ জন সদস্য থাকে। অ্যাম্বুলেন্স ও পানি বরণকারী গাড়ির চালকও সাধারণত ঐ ১২ জনের মাঝেই অন্তর্ভুক্ত থাকে।
১২ জনের একটি ইউনিট আবার ৬ জন করে দুই ভাগে ভাগ করা হয়। যখন কোথাও আগুন লাগে তখন ১ম কলে কোনো ইউনিটের ৬ জন সেখানে যায়।
যদি ঐ ৬ জন মনে করে আগুন নিয়ন্ত্রণে আরও লোক প্রয়োজন তখন তারা ২য় কল করে এবং তখন বাকি ৬ জন পাঠানো হয়। তবে সচরাচর দেখা যায় কোনো ১ম কলেই বিস্তারিত জেনে নিয়ে প্রয়োজনানুযায়ী প্রায় সবাই দুর্ঘটনাস্থলে চলে যায়।
প্রতিটি ইউনিটে একজন সিনিয়র অফিসার এবং অপর একজন দলনেতা থাকে। এছাড়াও ফায়ার স্টেশনে অপর একটি দল মাঠপর্যায়ে নিয়োজিত কর্মীদের সমন্বয়ের কাজ করে থাকে।