+3 votes
in Education by (310 points)
সবাইকে নমস্কার। আমি একাদশী তালিকা ২০২৫ ইসকন এবং গোস্বামী মতে পারনের সময় সহ চাই। কিভাবে এবং কোথা থেকে তালিকা পাবো? কেউ এই বেপারে হল্পে করতে পারেবন?
আশা করি এটি সকলের কাজে আসবে।
ধন্যবাদ।

Please log in or register to answer this question.

9 Answers

+7 votes
by (750 points)
edited by
 
Best answer

একাদশী তালিকা ২০২৫ আমার কাছে আছে। আপনি চাইলে এখান থেকে নিতে পারেন। আমি সম্পূর্ন তালিকা এবং পারনের টাইম সহ দিচ্ছি।

Ekadashi Talika 2024

Pausha Putrada Ekadashi >>January 10, 2025>> পারনের সময় (পরদিন): 06:43 AM to 08:51 AM
Shattila Ekadashi >>January 25, 2025>> পারনের সময় (পরদিন):06:41 AM to 08:53 AM

Jaya Ekadashi >> February 8, 2025>> পারনের সময় (পরদিন):06:35 AM to 08:50 AM
Vijaya Ekadashi     >> February 24, 2025>> পারনের সময় (পরদিন):06:24 AM to 08:43 AM

Amalaki Ekadashi >> March 10, 2025>> পারনের সময় (পরদিন):06:11 AM to 08:34 AM
Papmochani Ekadashi >> March 25, 2025>> পারনের সময় (পরদিন):01:18 PM to 03:45 PM
Vaishnava Papmochani Ekadashi >>March 26, 2025>> 05:55 AM to 08:23 AM

Kamada Ekadashi >>April 8, 2025>> 05:43 AM to 08:14 AM
Varuthini Ekadashi >>April 24, 2025>> 05:29 AM to 08:04 AM

Mohini Ekadashi >>May 8, 2025>> 05:19 AM to 07:58 AM
Apara Ekadashi >>May 23, 2025>> 05:13 AM to 07:54 AM
Nirjala Ekadashi >>June 7, 2025>> 05:11 AM to 07:47 AM
Yogini Ekadashi >>June 21, 2025>> 01:22 PM to 04:05 PM
Vaishnava Yogini Ekadashi >>June 22, 2025>> 05:13 AM to 07:56 AM

by (310 points)
আপনাকে ধন্যবাদ।
+11 votes
by (400 points)
আমরা জানি সকল সনাতনীদের জন্য একাদশী তালিকার গুরুত্ব অপরিসীম। বিশেষ করে যারা একাদশী ব্রত পালন করে, তাদের জন্য খুব দরকারি একটি ক্যালেন্ডার। এর মাধ্যমে আমরা সঠিক সময় ব্রত পালন করতে পারি। এবং পারনের সময়সূচি পেয়ে থাকি।
 
একাদশী তালিকা ২০২৫ ইসকন, গোস্বামী এবং বৈষ্ণব মতে অনলাইনে প্রকাশিত হয়েছে। বাংলা পঞ্জিকা মতে, ২০২৫ সালের ১০ জানুয়ারি পালিত হবে বছরের প্রথম একাদশী, যার নাম পুত্রদা বা পৌষ পুত্রদা একাদশী। যারা উপবাস থাকবেন, তাদের পরের দিন অর্থাৎ ১১ জানুয়ারি সকাল ৬টা ৪৩ মিনিট থেকে সকাল ৮ টা ৫১ মিনিটের মধ্যে পারন করতে হবে।

তারপর জানুয়ারি মাসের ২য় ব্রত হবে ২৫ জানুয়ারি, যার নাম ষটতিলা একাদশী। পারন পরের দিন ৬টা ৪১ মিনিট থেকে সকাল ৮ টা ৫৩ মিনিটের মধ্যে।
বিস্তারিত তথ্যর জন্য সকল সনাতনী ভাই/বোনদের’কে ২০২৫ সালে একাদশী তালিকা প্রিন্ট বা PDF সেভ করতে রাখতে হবে।
হরে কৃষ্ণ।
by (310 points)
আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে পুরো তালিকা কোথায়? কৃপা করে পুরো তালিকা দিন। হরে কৃষ্ণ।
by (250 points)
অনেক অনেক ধন্যবাদ @Sathi Sarkar
+4 votes
by (260 points)
আমরা সবাই জানি, একাদশী ব্রত পালন শেষে পারন করতে হয়। তবে শাস্ত্রমতে, নির্দিষ্ট সময়ের মধ্যে পারন করতে হয়। আশা করি নিচে উল্লেখ করা একাদশী তালিকা আপনাদের সবার উপকারে আসবে।
বাংলাদেশের সময় অনুযায়ী দেওয়া হয়েছে। টাইম জোন অনুযায়ী ভারতের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য ৩০ মিনিট। তালিকা থেকে ৩০ মিনিট বিয়োগ করলে ভারতরে সময় পাওয়া যাবে।
আশা করি এই পোষ্টে উল্লেখিত একাদশী তালিকা ২০২৫ আপনাদের উপকারে আসবে। এটি আপনাকে একাদশী পালনের জন্য সঠিক সময় জানাবে। আপনারা চাইলে এটি প্রিন্ট করে পূজোর ঘরে বা পড়ার টেবিলে রেখে দিতে পারেন।
0 votes
by (770 points)
২০২৫ সালে একাদশী ক্যালেন্ডার শেয়ার করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।
0 votes
by (250 points)
খুব সুন্দর এবং দরকরী আলোচনার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই এখান থেকে একাদশী তালিকা দেখতে পাবে। শুভ কামনা সবার জন্য। হরে কৃষ্ণ।
0 votes
by (160 points)
২০২৪ সাল শেষ না হতেই ২০২৫ এর তালিকার কি দরকার? যাই হোক, অনেকে দেখি তালিকা শেয়ার করেছেন। সবাইকে ধন্যবাদ।
0 votes
by (170 points)
Prapti Das, আমিও আপনার সাথে একমত। সকলের উচিত একাদশী তালিকা ২০২৫ সংগ্রহ করে রাখা। তাহলে ব্রত পালন করতে কেনো অসুবিধা হবে না।
0 votes
by (180 points)
২০২৪ শেষ না হতেই ২০২৫ এর তালিকা পেয়ে গেছি। আপনাদের ধন্যবাদ।
0 votes
by (750 points)
আশা করি সকলের কাজে আসবে।
Welcome to FaqBD.Com, where you can ask questions and receive answers from other members of the community.

74 questions

300 answers

91 comments

1,863 users

...