+1 vote
in Education by (230 points)
জাতীয় সংসদের হুইপের কাজ কোনটি বা কি কি? চিফ হুইপ ও হুইপের কাজ কি?

জানতে চাই

Please log in or register to answer this question.

1 Answer

+3 votes
by (630 points)
selected by
 
Best answer
জাতীয় সংসদের হুইপের কাজ কোনটি বা চিফ হুইপ ও হুইপের কাজ কি কি, সেই বিষয়ে তথ্য শেয়ার করলাম;

চিফ হুইফ হলেন সংসদে সরকারি দলের মুখপাত্র। চিফ হুইপের সঙ্গে কয়েকজন হুইপ থাকেন। তারা সবাই সংসদ সদস্য। চিফ হুইপ ও হুইপের প্রধান কাজ সংসদে দলীয় শৃঙ্খলা রক্ষা করা।

 হুইপের দায়িত্বের মধ্যে আরও রয়েছে- নিজ দলের সদস্যদের পার্লামেন্ট বা আইনসভায় নিয়মিত হাজির করার ব্যবস্থা করা। সংসদে কোনো বিল উত্থাপিত হলে দলীয় সব সদস্যরা যেন দলের পক্ষে ভোট দেন তা নিশ্চিত করা ইত্যাদি।

মন্ত্রী পদমর্যাদায় চিফ হুইপ ও প্রতিমন্ত্রীর মর্যাদায় হুইপ

চিফ হুইপ ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার পদটি একজন পূর্ণ মন্ত্রীর পদমর্যাদার। এতে বিরোধীদলীয় নেতা একজন পূর্ণ মন্ত্রীর সমান সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। তিনি একান্ত সচিব (পিএস), একজন সহকারী একান্ত সচিব (এপিএস), দুজন ব্যক্তিগত কর্মকর্তা, একজন বাহক, দুজন অফিস সহায়ক ও একজন পাচক পান। এছাড়া আটজন পুলিশ সদস্য, দুজন গানম্যান সুবিধা দেওয়া হয় তাকে। গাড়ির সুবিধাও পেয়ে থাকেন বিরোধীদলীয় নেতা। মন্ত্রীদের মতো বিরোধীদলীয় নেতা সরকারি বাসা পেয়ে থাকেন। সেই বাসার যাবতীয় খরচ সরকার থেকে। এছাড়া হুইপ একজন প্রতিমন্ত্রী পদমর্যাদার। তিনি প্রতিমন্ত্রী মর্যাদার সুযোগ-সুবিধা পাবেন।
Welcome to FaqBD.Com, where you can ask questions and receive answers from other members of the community.

74 questions

300 answers

91 comments

1,860 users

...