+1 vote
in Education by (230 points)
হ্যালো, কিভাবে মোটা হওয়া যায়? দ্রুত মোটা হতে চাই!

মোটা হওয়ার জন্য কোনটি ফলো করা উচিত বা তাড়াতাড়ি মোটা হতে পারবো?

১/বর্তমানের মার্কেট ট্রেন্ডিং পণ্য মিল্ক শেক,বাদাম শেক এগুলা?

২/জিমে যাওয়া ও প্রোটিন খাওয়া।

৩/ভিবিন্ন ধরনের রুচিবৃদ্ধিজনিত ট্যাবলেট বা ঔষধ খাওয়া?

৪/অন্য কিছু?

বিঃদ্রঃউপরের কোনোটার Side Effect থাকলে বলবেন প্লিজ

Please log in or register to answer this question.

4 Answers

+5 votes
by (760 points)
selected by
 
Best answer
কিভাবে মোটা হওয়া যায় তার উপায় জেনে নিন;

(১) ব্যায়াম করা

অনেকেই ভেবে থাকেন ওজন কমাতেই ব্যায়াম প্রয়োজন, কিন্তু এই ধারণা মোটেও ঠিক না। ওজন কমাতে যেমন ব্যায়াম  প্রয়োজন ঠিক তেমনি ওজন বাড়াতেও ব্যায়াম করা খুবই প্রয়োজন। এক্ষেত্রে শুধু দৌড় ঝাঁপই যথেষ্ট না। দরকার প্রতিদিন নিয়ম করে জিম করা। জিমে অভিজ্ঞ ট্রেইনার থাকেন। আপনার ওজন এবং চেহারা দেখে তিনিই আপনাকে বলে দিবেন কোন ব্যায়াম আপনার করতে হবে।

(২) বার বার খাবার গ্রহণ

বার বার খাবার গ্রহণ প্রতিটি মানুষেরই করা উচিৎ। প্রতি ২ ঘন্টা অন্তর অন্তর অল্প করে কিছু খেতে হবে। কিন্তু যারা ওজন বৃদ্ধি করতে চাচ্ছেন তারা ২ ঘন্টা পর পর বেশি করে খেতে হবে। এসময় আপনি দুধ, দই, ফল, ছানা ইত্যাদি দিয়েই পূরণ করতে পারেন। এতে আপনার শরীরে পুষ্টির পাশাপাশি ওজনও বৃদ্ধি পাবে। এটি মোটা হওয়ার সবচেয়ে সহজ উপায়।

(৩) খাবারে রাখুন কার্বোহাইড্রেড

(৪) বেশি ক্যালোরি গ্রহন

(৫) সঠিক প্রোটিন গ্রহণ

(৬) ড্রাই ফ্রুটস খাবেন

(৭) টেনশনমুক্ত থাকুন

(৮) পরিমিত ঘুমান

(৯) ঘুমানোর আগে দুধ মধু খান

(১০) ডায়েটে চকলেট এবং চিজ রাখুন
+4 votes
by (720 points)
ওজন কত দ্রুত বাড়বে সেটা ডায়েট, লাইফস্টাইল এবং বয়সের উপরে নির্ভর করে। মিল্ক শেক বাদাম শেক, হোয়ে পাউডার এসবের কোন প্রয়োজন নেই।

সহজ হিসাব হচ্ছে আপনি মোট যত ক্যালরি খরচ করেন তার চেয়ে বেশি খেতে হবে। এটা গুনে চলা কঠিন তাই এখন যা খান তার চেয় বেশি পরিমানে বার বার খাওয়া বিশেষ করে শর্করা বেশি করে খেলে ওজন বাড়বে।
+3 votes
by (330 points)
How to gain weight!
১. অল্প অল্প করে বারবার খেতে হবে। দিনে পাঁচ-ছয় বার কমপক্ষে।
২. উচ্চ পুষ্টিমানের খাবার খাওয়া। এজন্যে শস্য দানা, শাকসবজি, ফল, ডেইরি, লিন প্রোটিন, বাদাম এবং বীজ খেতে পারেন।
৩. লো ক্যালরি বা শূন্য ক্যালরির বিভিন্ন ড্রিংকস পান না করে উচ্চ ক্যালরির ড্রিংকস নিতে হবে। এক্ষেত্রে দুধের সাথে ফল ব্লেন্ডার করে ঠান্ডা করে দধি টাইপ করতে পারেন। সাথে কিছুটা তিসি নেওয়া যায়।
৪. খাবারের ঠিক আগে পানি বা অন্যান্য ড্রিংকস পান করলে অনেকের ক্ষুধা কমে যায়। এটা এভয়েড করতে হবে।
৫. জল খাবার হিসেবে  চিজ, বাদাম, পিনাট বাটার, dried fruits, স্যান্ডউইচ, দধি, দুধ, ডিম, ফ্যাটি ফুডস, ডার্ক চকোলেট এবং লিন প্রোটিন বিশিষ্ট মাংস খেতে পারেন।
৬. নিয়মিত ঘুমানো এবং ব্যায়াম করা।
বিস্তারিত লিখলে পাঠক পড়তে চান না সাধারণত। আগ্রহী পাঠকরা রেফারেন্সে গিয়ে বিস্তারিত জানতে পারেন।

https://www.mayoclinic.org/healthy-lifestyle/nutrition-and-healthy-eating/expert-answers/underweight/faq-20058429?

https://www.medicalnewstoday.com/articles/321518

https://www.healthline.com/nutrition/how-to-gain-weight
0 votes
by (800 points)
আমিও জানতে চাই কিভাবে দ্রুত মোটা হওয়া যায়।

দয়া করে জানান। ধন্যবাদ
Welcome to FaqBD.Com, where you can ask questions and receive answers from other members of the community.

74 questions

300 answers

91 comments

1,883 users

...