আমি মনে করি তেলাপোকা একটা অপ্রয়োজনীয় জিনিস এটা না থাকলে কি কোনো সমস্যা হতো?
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
তেলাপোকা শিকার করে বেঁচে থাকে যেমন- ইঁদুর। মজার বিষয় হচ্ছে পৃথিবীর কিছু অঞ্চলের মানুষও তেলাপোকা খেয়ে থাকে। আমরা বলছিনা যে তেলাপোকা বিলুপ্ত হয়ে গেলে মানুষ এবং ইঁদুরও বিলীন হয়ে যাবে। কিন্তু এর ফলে সামান্য হলেও প্রভাবিত হবে পৃথিবী।
এছাড়াও নির্দিষ্ট কিছু প্রাণী আছে যেমন- পরজীবী বোলতা বেঁচে থাকার জন্য পুরোপুরিভাবে আরশোলার উপর নির্ভর করে থাকে। তাই তেলাপোকা না থাকলে এই প্রকারের বোলতা পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে।
এটা সহজবোধ্য যে, পরজীবী বোলতার টিকে থাকা বা না থাকার বিষয়ে মানুষ বিশেষ আগ্রহী নয়। কিন্তু আরশোলার বিলীন হয়ে যাওয়া আরশোলা ভক্ষণকারী পাখি ও প্রাণী, যেমন- বিড়াল, নেকড়ে, নির্দিষ্ট সরীসৃপ, ঈগল এবং পাখিদের বিভিন্ন প্রজাতি ইত্যাদির উপর ঠিকই প্রভাব ফেলবে।
Kambhampati এর মতে বেশিরভাগ আরশোলা ক্ষয়িষ্ণু জৈব পদার্থ আহার করে থাকে, যা বায়ুমন্ডলের নাইট্রোজেনকে বন্দী করে। জঙ্গলে আরশোলা ক্ষয়িষ্ণু পাতা ও কাঠ ভক্ষণ করে। যখন আরশোলা মলত্যাগ করে তখন মাটির সাথে নাইট্রোজেন মিশে যায়।
আপনি নিশ্চয়ই জানেন যে, গাছের বৃদ্ধির জন্য নাইট্রোজেন অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান এবং তাই অরণ্যের জন্য ও অত্যাবশ্যকীয়। অরণ্য আমাদের টিকে থাকার জন্য কতটা গুরুত্বপূর্ণ তা বলাই বাহুল্য।
আপনি হয়তো এই হিতৈষী প্রাণীটিকে ধ্বংস করার জন্য ঘরের কোণায় কোণায় গুপ্তচরের মতই ছুটাছুটি করছেন। কিন্তু আমাদের অস্তিত্বের জন্য আরশোলার প্রয়োজনীয়তার কথাও ভুলে গেলে চলবে না।
নতুন কিছু জানতে পারলাম। ধন্যবাদ