0 votes
in Tech by (210 points)
কয়েকদিন থেকে Kahf Guard এ্যাপ এর বেপারে ফেসবুকে অনেক পোষ্ট দেখালাম। আসলে কি এই এ্যাপ? কিভাবে ইন্সটল করবো বা কিভাবে আমার কাজে লাগবে?

Please log in or register to answer this question.

3 Answers

+4 votes
by (520 points)
selected by
 
Best answer
আমি ২,৩ দিন যাবত প্রায় TikTok এ এবং Facebook এই (Kahf Guard) নামের এই অ্যাপসটা দেখতেছি।
এটা মূলত নাকি খারাপ ভিডিও এবং খারাপ এড থেকে দূরে রাখে।

আমি জানিনা এই অ্যাপসটা কেমন কখনো ইনস্টল করেও দেখি নাই কিন্তু আপনারা যদি গিয়ে দেখেন এই ডেভলপার আগে প্রায় ৪ টা অ্যাপস পাবলিশ করেছিল তেমন ইউজার ছিল না (মনে হয় ছোট ডেভলপার) আর এই অ্যাপসটা অল্প দিনেই ৫ লাখ ইউজার পার হয়ে গেছে সত্যি অসাধারণ।
+1 vote
by (170 points)
প্রথমে ধন্যবাদ দিতে চাই Kahf Guard এর প্রজেক্ট এ যারা কাজ করেছেন তাঁদের কে। খুবই শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাঁদের, এরকম একটা মহৎ কাজ হাতে নেওয়ার জন্য।

এখন মূল বিষয়ে আসি, গ্রূপে দেখলাম অনেকে Kahf Guard সেটিং করতে পারছেনা। অনেকে ইনস্টল করলেও ঠিক মতো কানেক্ট করতে পারছেনা। যদিও Kahf Guard এর ওয়েবসাইটে দেওয়া আছে কিভাবে কানেক্ট করতে হয়।

তবে সকলের সুবিধার্থে আমি বিস্তারিত বিষয় টা নিয়ে একটা pdf তৈরি করেছি। Pdf টিতে বিস্তারিত সব দেওয়া আছে। Android, IOS, PC, Wifi Router এসবে কিভাবে কানেক্ট করবেন সব বিস্তারিত ভাগ ভাগ করে উল্লেখ করা হয়েছে
0 votes
by (210 points)
Kahf guard এখন খুব ভালো কাজ করতেছে, অর্থাৎ স্বাভাবিক ভাবে কানেক্ট হচ্ছে, ট্রাই করতে পারেন সবাই। আমার খুব ভালো ফিল হচ্ছে!
হয়তো এতো কম সময়ের মধ্যে প্রচুর পরিমাণ ইউজার এক্টিভিটির জন্য সার্ভার একটু জ্যাম হয়ে গিয়েছিল যা আমার ধারণা।
তবে কাহফগার্ড এর প্রতি আমার অনুরোধ- অটো ক্যাচ রিমুভিং সিস্টেম চালু করুন বা এরকম কিছু যাতে স্মুথলি কাজ করে, কোন ধরনের জ্যাম বা ডাউন হ‌ওয়া ছাড়া ইউজারদের সার্ভিস প্রধান করতে পারে। অথবা অন্যান্য বেস্ট কোন অ্যাড ব্লকার সার্ভিস সিস্টেম থেকে আইডিয়া বা নলেজ নিতে পারেন
Welcome to FaqBD.Com, where you can ask questions and receive answers from other members of the community.

55 questions

274 answers

88 comments

1,725 users

...