+5 votes
in Education by (870 points)
টাঙ্গাইল শাড়ির উৎপত্তি কোন দেশে/কোথায়? ফেসবুকে দেখলাম ভারত দাবি করতেছে টাঙ্গাইল শাড়ি ভারতে।

সঠিক তথ্য জানতে চাই।

Please log in or register to answer this question.

6 Answers

+12 votes
by (870 points)
selected by
 
Best answer
টাঙ্গাইল শাড়ির উৎপত্তি নিয়ে হঠাৎ করে ২০২৪ সালে বিতর্ক শুরু হয়েছে।

টাঙ্গাইল শাড়ির সঙ্গেই এর নির্দিষ্ট ভৌগোলিক অবস্থান যুক্ত। মানে এটি এমন একটি শাড়ি যার নাম টাঙ্গাইল শাড়ি, এবং এর উৎপত্তিই হচ্ছে টাঙ্গাইলে। আর এই টাঙ্গাইল হচ্ছে বাংলাদেশের একটি জেলা।

টাঙ্গাইল শাড়ির জিআই স্বত্বের দাবি কোনোভাবেই ভারত করতে পারে না। কারণ, ভৌগোলিকভাবে টাঙ্গাইল কোনোকালেই ভারতের পশ্চিমবঙ্গের ছিল না। তারা অন্য নামে তাদের শাড়ির জিআই স্বীকৃতি দিতে পারে, কিন্তু সেটির সঙ্গে টাঙ্গাইল নাম থাকলে কোনোভাবে যৌক্তিক হবে না।
by (240 points)
একদম ঠিক বলেছেন
+3 votes
by (240 points)
নাম শুনেই তো বোঝা যায় এটি টাঙ্গাইলের তৈরি, টাঙ্গাইলে উৎপত্তি।

ভারত দাবি করলেই তো আর হয় না।
+2 votes
by (220 points)
আমি একজন ভারতীয়, আমার দ্বিমত নেই যে, এই শাড়ির উৎপত্তি বাংলাদেশে।
+2 votes
by (870 points)
টাঙ্গাইল শাড়ির উৎপত্তিস্থল
টাঙ্গাইল শাড়ি' বাংলাদেশে বহুল পরিচিত একটি বিষয়। ঢাকার কাছে টাঙ্গাইল জেলার সাথে এর নাম জড়িয়ে আছে। কিন্তু সম্প্রতি ভারত দাবি করেছে 'টাঙ্গাইল শাড়ি' তাদের পণ্য। বিষয়টিতে বাংলাদেশে অনেক বিস্ময় প্রকাশ করেছেন।
বিভিন্ন গবেষণা এবং এই শিল্পের আদি ধারার সাথে সম্পৃক্তদের বয়ানে এই শাড়ির উৎপত্তিস্থল হিসেবে সুনির্দিষ্টভাবে উঠে আসছে পাথরাইল, নলশোধা, ঘারিন্দাসহ টাঙ্গাইলের এমন বাইশ-তেইশটি গ্রামের নাম।

“একসাথে এগুলোকে বাইশগ্রাম বলে চিহ্নিত করা হতো। এসব গ্রামই ঠিকানা ছিল তাঁতিদের। যাদের পদবি ছিল ‘বসাক’।”
+1 vote
by (180 points)
ভাই, বাংলাদেশি হয়ে যদি টাঙ্গাইল শাড়ির উৎপত্তি নিয়ে প্রশ্ন করেন, তাহলে তো আজব লাগে।‌

এটা আমাদের বাংলাদেশের টাঙ্গাইল জেলায় প্রথমে তৈরি হয়।

ধন্যবাদ
0 votes
by (210 points)
টাঙ্গাইল শাড়ি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী হাতে বোনা শাড়ি। এটির উৎপত্তিস্থল বাংলাদেশের টাঙ্গাইলে, যার নাম থেকেই শাড়ির নাম টাঙ্গাইল শাড়ি হয়েছে।

Source: Wikipedia
Welcome to FaqBD.Com, where you can ask questions and receive answers from other members of the community.

55 questions

274 answers

88 comments

1,721 users

...